সুলভ মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির ভোক্তা কার্ডধারী (রেশন কার্ড) ব্যক্তিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
পূর্বে যারা অনলাইন করার পরেও কার্ড অনুমোদন দেওয়া হয়নি এবং ভিজিডি থাকার কারণে বাতিলকৃত কার্ডধারীর পরিবর্তিত নাম বর্তমান তালিকায় যাদের রয়েছে, তারা আগামীকাল থেকে ৩নং চাঁদপুর ইউনিয়ন পরিষদে পুনরায় অনলাইন এবং ছবি তোলার জন্য অনুরোধ করা হল ।
*অনলাইন সম্পন্ন করার জন্য যে সমস্ত কাগজ প্রয়োজন:
১। সংশোধিত বর্তমান তালিকায় নাম থাকতে হবে ।
২। ভোক্তা কার্ডধারী ব্যক্তি স্বশরীরে উপস্থিত থাকতে হবে ।
৩। স্বামী-স্ত্রী উভয়ের জাতীয় পরিচয়পত্র সাথে আনতে হবে।
৪। সচল সিম কার্ডসহ মোবাইল সাথে আনতে হবে ।
*যোগাযোগ:
আব্দুল্লাহ আল নোমান
উদ্যোক্তা
চাঁদপুর ডিজিটাল সেন্টার
তজুমদ্দিন, ভোলা।
01710779113
chandpurdigitalcenter@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস