পূর্বের টিসিবি কার্ডধারী উপকারভোগীদের কার্ডসমূহ স্থায়ীকরণের লক্ষ্যে আগামীকাল ০৭/০৮/২০২৩ইং রোজ সোমবার থেকে টিসিবি কার্ডধারীদের তথ্য হালনাগাদ কার্যক্রম শুরু হতে যাচ্ছে ৩নং চাঁদপুর ইউনিয়ন পরিষদে ।
🗃️ তথ্য হালনাগাদ করতে যে সকল কাগজ সাথে আনতে হবে:
১) উপকারভোগীর কার্ডটি আনতে হবে ।
২) কার্ডটি স্বামীর নামে হলে স্ত্রীর জাতীয় পরিচয় পত্র আনতে হবে আর যদি স্ত্রীর নামে হয় তাহলে স্বামীর জাতীয় পরিচয় পত্র আনতে হবে ।
৩) কার্ডধারী যদি অবিবাহিত হয় তাহলে পিতার জাতীয় পরিচয় পত্র আনতে হবে ।
৪) সচল মোবাইল নাম্বার দিতে হবে ।
📝 বি: দ্র: সময় খুবই সীমিত থাকার কারণে অতি দ্রুত আপনার তথ্য হালনাগাদ করুন অন্যথায় আপনার কার্ডটি বাতিল বলে গণ্য হবে ।
আদেশক্রমে -
চেয়ারম্যান
৩নং চাঁদপুর ইউনিয়ন পরিষদ
তাজুমদ্দিন, ভোলা ।
☎️ প্রয়োজনে যোগাযোগ:
01710779113
chandpurdigitalcenter@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস